বরগুনায় মশা নিধনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান মনি’র

3 months ago 90
সরকারের উদাসীনতার কারণে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি মশা নিধনে সরকার এবং স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার (১২ জুন) কালবেলার সঙ্গে আলাপকালে সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মনি বলেন, সরকারের দৃষ্টি রাখা উচিত সব জায়গায়। কিন্তু এই সরকার সব জায়গায় দৃষ্টি রাখতে পারছে না। বরগুনায় প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব হয়েছে। কিন্তু মশা তাড়ানো কিংবা নিধনের কোনো কার্যক্রম নেই। প্রশাসন এ ক্ষেত্রে পুরোপুরি উদাসীন। একমাত্র ডেপুটি কমিশনার (ডিসি) পরিশ্রম করেন, বাকি আর যারা আছে সবাই উদাসীন। এই রকম একটা পরিস্থিতিতে ক্রাশ প্রোগ্রাম নিয়ে মশা মারতে হবে, মানুষকে সচেতন করতে হবে। একইসঙ্গে ডেঙ্গুতে যাতে মানুষ মারা না যায়, তার ব্যবস্থাও করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি জন। এর মধ্যে বরগুনা জেলাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৪ জনের অধিক।
Read Entire Article