‘বরাদ্দ কমায় বিদ্যুতের দাম আরও বাড়বে’

4 months ago 53

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী৷ বৃহস্পতিবার (৬ জুন) এ বাজেট প্রস্তাব দেন তিনি৷

এবারের বাজেটে বিদুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় ৩০ হাজার ৩১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে৷ ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা৷ সে হিসাবে এবার ৪ হাজার ৫০২ কোটি টাকা কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে৷

বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক অর্থবছরের ব্যবধানে বরাদ্দ কমার বিষয়ে জাগো নিউজের কাছে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।

তিনি বলেছেন, জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না৷ মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে৷ সেই জ্বালানি খাতের উন্নয়নে বা জ্বালানি সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য কোনো অর্থ নেই৷ অতীতের ধারাবাহিকতায় জ্বালানি খাতে একই অবস্থা বিরাজ করছে৷

এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়ানো হলে সঞ্চালন, বিতরণ ও উৎপাদন ক্ষমতা বাড়বে৷ আর বিদ্যুৎ উৎপাদন যদি না বাড়ে তাহলে বিদ্যুতের ব্যয় বাড়বে৷ মূল্যবৃদ্ধি আরও বেশি বেশি হবে৷ জনগণের কাছ থেকে এ অর্থ নিয়ে কাকে দেওয়া হবে?

আরও পড়ুন

তিনি বলেন, যারা প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের আশ্রয়ে বেশি বেশি ব্যয় দেখিয়ে অসাধু ব্যবসা করছে তাদের অসাধু ব্যবসায় আরও বেশি অর্থ ঢালা হবে৷ যেটিকে আমরা বলে আসছি লুণ্ঠন৷ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট ভারসাম্য সেই লুণ্ঠনেরই একটি বড় দৃষ্টান্ত৷

বিদ্যুৎ খাতে যে পরিমাণ অর্থ খরচ করা হবে তাতে যদি বিদ্যুতের উৎপাদন না বাড়ে তাহলে উৎপাদন ব্যয় বাড়বে বলেও মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ৷

এনএস/এমকেআর

Read Entire Article