বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্ৰেফতার

2 months ago 8

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৫নং ওয়ার্ড কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

শাওন খান/ইএ

Read Entire Article