বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

2 days ago 13

বরিশাল নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নাজাম আদায় করবেন মুসল্লিরা। 

পাশাপাশি নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগরের প্রধান ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সকল প্রস্ততি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন।

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মাহাবুব আলম বলেন, তাদের প্যান্ডেল প্রস্তুতি সম্পন্নের পথে এখন ধোয়া মোছার কাজ চলছে। এখানে একত্রে পাঁচ হাজার মুসুল্লী নামাজ আদায় করতে পারবেন। এখানে প্রতিবছরের ন্যায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সাবেক সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাকর্মীরা মিলিত হবেন। তবে আত্মগোপনে থাকায় বিগত দিনের মতো এবারে প্রথম আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি দেখা যাবে না এ জামাতে।

দ্বিতীয় জামাতের মধ্যদিয়ে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল ১০টায় কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এরআগে সকাল ৮ টায় ও ৯ টায় এ সকল মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  এছাড়া সদররোডের বায়তুল মোকাররম মসজিদ, পোর্টরোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে।

নগরের দক্ষিন আলেকান্দার আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ, নবগ্রাম রোড ঈদগাহ জামে মসজিদ, আদালত পাড়া জামে মসজিদ, টিএন্ডটি মসজিদে সকাল ৮ টায় এবং মুসলিম গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বালুর মাঠ জামে মসজিদে সাড়ে ৮টায়, অক্সফোর্ড মিশন রোড বাইতুন নূর ইদ্রিসিয়া জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অপরদিকে চরমোনাই দরবার শরীফে সকাল সাড়ে ৮টায়, নেছারাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন বৃষ্টি হলে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে না পারা গেলে, সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Read Entire Article