বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

2 weeks ago 13

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশালে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে নগরীর কালিবাড়ি রোডে সাড়ে তিনশ’ অসহায়কে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

জনসাধারণের মাঝে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান প্রমুখ। 

এ সময় প্রধান অতিথি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা যারা চাঁদাবাজি করছে তারা দলের কেউ নয়। বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তাকে ধরে আইনের আওতায় তুলে দিন। বিএনপির জনগণের প্রত্যাশা অনুাযায়ী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। 

তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনঃপ্রবর্তনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া আইন সভা, মন্ত্রী সভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান তিনি। 

Read Entire Article