বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, নিহত ২

1 month ago 27
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ট্রাক চালক মুকুল (৩৫) ও ফরিদপুরের ভাঙ্গা থানার চুমুরদি গ্রামে মোতাহার মোল্লার ছেলে ব্যবসায়ী বাদল মোল্লা (৪০) ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকচালকের পরিচয় পাওয়া যায়নি। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বরিশালে মালামাল বিক্রি করে খালি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের তাঁরাকূপি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। ট্রাকটি পুকুর থেকে উদ্ধার কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article