বর্ডার ২’র গানের মঞ্চে আবেগঘন সানি দেওল, স্মরণ করলেন বাবাকে

নতুন বছরের শুরুতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল রাজস্থানের জয়সলমের। শুক্রবার সেখানে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২’র প্রথম গান প্রকাশ অনুষ্ঠান। সেই মঞ্চেই প্রয়াত বাবা ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগে ভেঙে পড়েন অভিনেতা সানি দেওল। জয়সলমেরে আয়োজিত অনুষ্ঠানে নির্মাতা প্রকাশ করেন সিনেমাটির প্রথম গান ‘ঘর কব আওগে’। এটি ১৯৯৭ সালে জে. পি. দত্ত পরিচালিত আইকনিক সিনেমা ‘বর্ডার’র জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’র নতুন রূপ। গানে দেখা গেছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেঠিকে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে ফিরে আসে ‘বর্ডার’র স্মৃতি। তবে সানির কাছে এই মুহূর্তটি ছিল আরও বেশি আবেগে ভরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সানি দেওল বলেন, ছোটবেলায় বাবার অভিনীত ‘হকিকত’ সিনেমাটি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই সিনেমাই যুদ্ধভিত্তিক সিনেমার প্রতি তার ভালোবাসার জন্ম দেয়। অভিনেতা জানান, অভিনয়ে আসার পরই তিনি মনে মনে ঠিক করেছিলেন-বাবার মতোই একটি অর্থপূর্ণ যুদ্ধের সিনেমা করবেন। এরপর জে. পি. দত্তের সঙ্গে আলোচনা করেই ‘বর্ডার’ সিনেমার পরিকল্পনা শুরু হয়। সানি দেওল আরও

বর্ডার ২’র গানের মঞ্চে আবেগঘন সানি দেওল, স্মরণ করলেন বাবাকে

নতুন বছরের শুরুতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল রাজস্থানের জয়সলমের। শুক্রবার সেখানে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২’র প্রথম গান প্রকাশ অনুষ্ঠান। সেই মঞ্চেই প্রয়াত বাবা ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগে ভেঙে পড়েন অভিনেতা সানি দেওল।

জয়সলমেরে আয়োজিত অনুষ্ঠানে নির্মাতা প্রকাশ করেন সিনেমাটির প্রথম গান ‘ঘর কব আওগে’। এটি ১৯৯৭ সালে জে. পি. দত্ত পরিচালিত আইকনিক সিনেমা ‘বর্ডার’র জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’র নতুন রূপ। গানে দেখা গেছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেঠিকে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে ফিরে আসে ‘বর্ডার’র স্মৃতি। তবে সানির কাছে এই মুহূর্তটি ছিল আরও বেশি আবেগে ভরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সানি দেওল বলেন, ছোটবেলায় বাবার অভিনীত ‘হকিকত’ সিনেমাটি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই সিনেমাই যুদ্ধভিত্তিক সিনেমার প্রতি তার ভালোবাসার জন্ম দেয়। অভিনেতা জানান, অভিনয়ে আসার পরই তিনি মনে মনে ঠিক করেছিলেন-বাবার মতোই একটি অর্থপূর্ণ যুদ্ধের সিনেমা করবেন। এরপর জে. পি. দত্তের সঙ্গে আলোচনা করেই ‘বর্ডার’ সিনেমার পরিকল্পনা শুরু হয়।

সানি দেওল আরও বলেন, তিনি কখনো ভাবেননি ‘বর্ডার’ এত তরুণকে অনুপ্রাণিত করবে। বহু সেনা সদস্য তার সঙ্গে দেখা করে জানিয়েছেন, ‘বর্ডার’ দেখেই তারা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই কথাগুলো বলতে গিয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। শেষ পর্যন্ত তিনি বলেন, “এই মুহূর্তে খুব বেশি কিছু বলার মানসিক অবস্থায় নেই। শুধু এটুকুই চাই-এই সিনেমার আওয়াজ যেন লাহোর পর্যন্ত পৌঁছে যায়।”

‘বর্ডার ২’ সিনেমায় মূল ‘বর্ডার’র অভিনেতা সুনীল শেঠি, অক্ষয় খান্না ও সুদেশ বেরিকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:
বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে মনির খান
দুঃসংবাদ দিলেন সংগীতশিল্পী তৌ‌সিফ

১৯৯৭ সালের দেশপ্রেমমূলক ব্লকবাস্টার ‘বর্ডার’র উত্তরসূরি হিসেবে নির্মিত ‘বর্ডার ২’সিনেমায় নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হবে ভারতীয় সেনাবাহিনীর সাহস, ত্যাগ ও দেশরক্ষার গল্প। আধুনিক যুদ্ধপরিস্থিতি, মানবিক আবেগ ও দেশপ্রেমের মেলবন্ধনেই গড়ে উঠেছে ছবিটি। মুক্তির আগেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow