বর্ষসেরা ‘সেক্সি পুরুষ’ কে এই ক্রাসিনস্কি

2 months ago 31

শেষ হল একটা বছর। প্রত্যেক বছরই জীবিত পুরুষদের মধ্য থেকে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিকে সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ নির্বাচিত করে পিপলস ম্যাগাজিন। ২০১৫ সালে এই তালিকায় শীর্ষে ছিলেন ডেভিড বেকহ্যাম। গত ১০ বছরে এসেছে আরও অনেক জনপ্রিয় তারকাদের নাম। এবার এই স্বীকৃতি জুটলো জন ক্রাসিনস্কির ভাগ্যে।

তিনি হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্টের স্বামী। নিজেও নামকরা একজন আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা

মঙ্গলবার রাত ৮ টায় দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে তার সেরা আকর্ষণীয় পুরুষ হওয়ার খবরটি ঘোষণা করা হয়।

৪৫ বছর বয়সী ক্রাসিনস্কি জানান, এই খবর শোনার পর তার তিনি খুবই অবাক হয়েছেন। ‘আমি কিছুই ভাবতে পারছিলাম না। আমি শুধু ভাবছিলাম, ‘এটা কি কোনো প্র্যাঙ্ক?’- যোগ করেন তিনি।

পিপলকে এও বলেন, ‘আমি সাধারণত এমন বিষয়গুলো নিয়ে কখনো ভাবি না যে আমি কোনোকিছুতে সেরা হবো। সেখানে সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ হব এমনটা ভাবাটা তো খুবই আশ্চর্যের! কিন্তু এটা ছিল সেই দিন যা আমাকে আনন্দ দিয়েছে।’

ক্রাসিনস্কি বলেন, তার স্ত্রী অভিনেত্রী এমিলি ব্লান্ট খুবই আনন্দিত হয়েছেন খবরটা শুনে। তিনি বলেন, ‘আমি যখন তাকে খবরটা জানালাম সে অনেক খুশি ছিল।’

ক্রাসিনস্কি আমেরিকার জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য অফিস’-এ জিম হ্যালপোর্ট চরিত্রে এবং প্রাইম ভিডিও সিরিজ ‘জ্যাক রায়ান’-এ সিআইএ বিশ্লেষক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তিনি ২০১৮ সালের ‘এ কোয়াইট প্লেস’ এবং ২০২০ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েলটি পরিচালনা করেছেন। সেখানে অভিনয়ও করেছিলেন তিনি।

এলএ/এএসএম

Read Entire Article