বর্ষায় মশা তাড়াতে ঘরোয়া উপায়

2 months ago 6

বর্ষাকাল এলেই মশার উৎপাত যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায়। শহর হোক কিংবা বা গ্রাম, মশার কামড় শুধু অস্বস্তিই নয়, ডেঙ্গু, চিকুনগুনিয়া বা ম্যালেরিয়ার মতো রোগও হতে পারে। কিন্তু সবসময় কি রাসায়নিক ব্যবহার মশা রোধের একমাত্র উপায়? মোটেও না। আমাদের চারপাশেই রয়েছে এমন কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপায়, যেগুলো সঠিকভাবে প্রয়োগ করলে মশার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।

লেবু ও লবঙ্গ

একটি লেবু মাঝখান থেকে কেটে তাতে কয়েকটি লবঙ্গ গেঁথে ফেলুন। তারপর সেটি ঘরের জানালা বা কোণায় রেখে দিন। লবঙ্গের তীব্র গন্ধ মশা সহ্য করতে পারে না, ফলে এটি একটি সহজ ও নিরাপদ মশা তাড়ানোর কৌশল হিসেবে কাজ করে।

কর্পূর

কর্পূরের গন্ধ মশার জন্য অত্যন্ত অস্বস্তিকর। কর্পূরের ট্যাবলেট জ্বালিয়ে ঘরের কোণায় রাখলে বা কর্পূর মেশানো পানি রেখে দিলে মশা দূরে থাকে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে ঘুম হবে নিশ্চিন্ত।

নিম তেল

নিম তেল বহুদিন ধরেই প্রাকৃতিক কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বকে সরাসরি লাগালে মশা কামড়াতে চায় না। আবার নিম তেল ও পানি মিশিয়ে ঘরে স্প্রে করলেও মশা দূরে সরে যায়।

রসুনের স্প্রে

রসুন থেঁতলে পানির সঙ্গে মিশিয়ে তা স্প্রে করলে মশা দূরে থাকে। গন্ধ তীব্র হলেও এটি কার্যকর একটি পদ্ধতি। যারা রাসায়নিক স্প্রে এড়িয়ে চলতে চান, তাদের জন্য এটি হতে পারে এক দুর্দান্ত বিকল্প।

মশা তাড়ানো গাছ

বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালার পাশে তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার বা গাঁদা ফুলের গাছ লাগান। এগুলোর গন্ধ মশা অপছন্দ করে। শুধু মশা তাড়াতেই নয়, এই গাছগুলো আপনার ঘরের সৌন্দর্যও বাড়াবে।

আরও পড়ুন:

তবে পরিষ্কার-পরিচ্ছন্নতাই প্রতিরোধের মূল চাবিকাঠি। মশা সাধারণত নোংরা, স্যাঁতসেঁতে এবং স্থির জলের স্থানে বংশবৃদ্ধি করে। তাই বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার রাখা ও কোথাও পানি জমে না থাকতে দেওয়াই সবচেয়ে জরুরি পদক্ষেপ। এছাড়াও আরও কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে-

দরজা-জানালায় নেট

ঘরে মশা ঢুকতে না দেওয়াই সবচেয়ে ভালো প্রতিরক্ষা। দরজা-জানালায় মশারি বা নেট লাগালে মশার প্রবেশ অনেকটাই রোধ করা যায়।

হলুদ আলো

মশা সাধারণত নীল বা সাদা আলোতে বেশি আকৃষ্ট হয়। তাই হলুদ আলো ব্যবহার করলে মশার উপস্থিতি কিছুটা কমে।

ধূপ বা কয়েল

মশা তাড়াতে ধূপ বা কয়েল কার্যকর হলেও এগুলোর ধোঁয়া শিশু ও শ্বাসকষ্টের রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এগুলো ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

মশা তাড়াতে শুধু রাসায়নিক নির্ভরশীলতার প্রয়োজন নেই। আমাদের আশেপাশের ঘরোয়া উপাদান ও অভ্যাসগুলো একটু নিয়মিত অনুসরণ করলেই মশার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই প্রাকৃতিক উপায়ে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

মামুনূর রহমান হৃদয়/জেএস/এমএস

Read Entire Article