বর্ষা এলেই টলটলে পানিতে ভেসে চলে কাঠের নৌকা। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী বাহন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং অনেকের কাছে জীবিকার একমাত্র অবলম্বন। তাই ফরিদপুরের সালথা উপজেলায় এখন শুরু হয়েছে কাঠের নৌকা তৈরির মৌসুমি ব্যস্ততা।
মোন্তার মোড়, সাড়ুকদিয়া, নকুলহাটি, মাঝারদিয়াসহ একাধিক গ্রামে যেন বসেছে ক্ষুদ্র 'নৌকা শিল্প পল্লী'। চারদিকে কাঠের গুঁড়ি, করাতের শব্দ আর হাতুড়ির ঠোকাঠুকি— প্রাণ ফিরে পেয়েছে... বিস্তারিত