বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
বলিউড অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল রশিদ খান। সবার কাছে তিনি কেআরকে নামে পরিচিত। ভারতের মুসলিম অভিনেতাদের মধ্যে বেশ আলোচিত তিনি। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, আন্ধেরির ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনের দিকে গুলি ছোড়ার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ওশিওয়ারার নালন্দা সোসাইটি নামের একটি বহুতল ভবনের দিকে পরপর দুটি গুলি ছোড়া হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের দ্বিতীয় তলায় একজন লেখক-পরিচালকের ফ্ল্যাট এবং চতুর্থ তলায় এক মডেলের ফ্ল্যাটের কাছে বুলেটের অংশ উদ্ধার করা হয়। ঘটনার পর ওশিওয়ারা থানার একটি বিশেষ তদন্ত দল এবং ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত শুরু করে। শুরুতে সিসিটিভি ফুটেজে কোনো স্পষ্ট সূত্র না মিললেও ফরেনসিক বিশ্লেষণে পুলিশ নিশ্চিত হয় যে গুলিগুলো কেআরকের বাসভবন থেকেই ছোড়া হয়েছে। গতকাল গভীর রাতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ দাবি করেছে, জেরার সময় কেআরকে স্বীকার করেছেন যে তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছোড়া হয়েছিল। এর পর তার বন্দুকটি জব্দ করা হয়। ওশিওয়
বলিউড অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল রশিদ খান। সবার কাছে তিনি কেআরকে নামে পরিচিত। ভারতের মুসলিম অভিনেতাদের মধ্যে বেশ আলোচিত তিনি। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, আন্ধেরির ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনের দিকে গুলি ছোড়ার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ওশিওয়ারার নালন্দা সোসাইটি নামের একটি বহুতল ভবনের দিকে পরপর দুটি গুলি ছোড়া হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের দ্বিতীয় তলায় একজন লেখক-পরিচালকের ফ্ল্যাট এবং চতুর্থ তলায় এক মডেলের ফ্ল্যাটের কাছে বুলেটের অংশ উদ্ধার করা হয়।
ঘটনার পর ওশিওয়ারা থানার একটি বিশেষ তদন্ত দল এবং ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত শুরু করে। শুরুতে সিসিটিভি ফুটেজে কোনো স্পষ্ট সূত্র না মিললেও ফরেনসিক বিশ্লেষণে পুলিশ নিশ্চিত হয় যে গুলিগুলো কেআরকের বাসভবন থেকেই ছোড়া হয়েছে।
গতকাল গভীর রাতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ দাবি করেছে, জেরার সময় কেআরকে স্বীকার করেছেন যে তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছোড়া হয়েছিল। এর পর তার বন্দুকটি জব্দ করা হয়।
ওশিওয়ারা থানার এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেআরকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে কী কারণে তিনি এই গুলি চালিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।
বিতর্কিত মন্তব্য ও সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাকর বক্তব্যের জন্য আগেও বহুবার আলোচনায় এসেছেন কেআরকে। এবার গুলি ছোড়ার ঘটনায় গ্রেফতারের খবরে বলিউড অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলআইএ
What's Your Reaction?