বলিউড গায়কের সঙ্গে আসছে সিঁথির গান

2 hours ago 6

ভালোবাসা দিবসে প্রকাশ পাচ্ছে অনেক গান। প্রেম-বিরহের কথায় সাজানো এসব গানের ভিড়ে বিরতি কাটিয়ে ফিরছেন অনেক সংগীত তারকা। নতুন গান নিয়ে আসছেন মিষ্টি কণ্ঠের গায়িকা সিঁথি সাহাও। তার নতুন এই গানটির নাম ‘বৃষ্টি বিলাস’।

সিঁথির সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বলিউডের আলোচিত শিল্পী ও সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট।

সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। গত বছরে প্রথমে এককভাবে গানটি করেছিলেন সিঁথি। পরে গানটিকে ডুয়েট হিসেবে রূপান্তরিত করার চিন্তা থেকে সেলিম মার্চেন্টকে শোনালে তিনি তা পছন্দ করেন। অবশেষে দুজন মিলে গেয়েছেন গানটি নতুন করে।

সিঁথি সাহা বলেন, ‘সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পাওয়া আমার জন্য অন্যরকম ভালো লাগার। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যারা নিয়মিত গান শোনেন কম-বেশি সবারই তার সম্পর্কে ভালো ধারণা আছে। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানে নিজের সেরা গায়কী তুলে ধরার চেষ্টা করেছি। নিখাদ রোমান্টিক এই গানটি অনেকের হৃদয় স্পর্শ করবে।’

‘বৃষ্টি বিলাস’ গানটি উন্মুক্ত হবে সিঁথি সাহার নিজের ইউটিউব চ্যানেলে।

এমআই/এলআইএ/জিকেএস

Read Entire Article