বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

5 hours ago 4

বলিউডের শক্তিশালী পার্শ্ব চরিত্রে বহুবার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন দিব্যা দত্ত। এবার যেন ভাঙতে চলেছেন নিজস্ব সীমারেখা। প্রথমবারের মতো দক্ষিণী ছবিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। বহুদিন ধরে হিন্দি সিনেমায় দর্শকপ্রিয় হলেও মুখ্য চরিত্রে সুযোগ খুব কমই পেয়েছেন তিনি। তাই নতুন চ্যালেঞ্জ আর নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরতেই দক্ষিণী ইন্ডাস্ট্রিকে বেছে নিলেন দিব্যা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওয়েব সিরিজ ‘মায়াসভা’তে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এই সিরিজ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। 
সনি লাইভ ওটিটি প্ল্যাটফর্মে গত ৭ আগস্ট মুক্তি পায় এই সিরিজ। সিরিজটিতে দিব্যার অনবদ্য অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সিনে-বিশ্লেষকরা। 

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাই। আশা করি আমার হাতে এমন আরও কাজ আসবে যেখানে কাজ করে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারব। ইতোমধ্যেই সবার থেকে যে প্রশংসা পেয়েছি তাতে আমি ভীষণভাবে আপ্লুত।’

দিব্যা আরও জানান, তিনি প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিলেন কারণ এই প্রথম তিনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করলেন। তবে যেহেতু দিব্যার চরিত্রটি সবসময় ইংরেজিতে কথা বলে তাই সেইভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি অভিনেত্রীকে।

Read Entire Article