বলিউডে রীতিমতো ধামাকা এন্ট্রি হয়েছে অনিত পাড্ডার। ‘সাইয়ারা’র সাফল্যে রাতারাতি পরিচিতি পেয়েছেন তিনি। আগে কয়েকয়টি ক্যারেক্টারে ছোটখাটো কাজ করলেও সাইয়ারা তার জীবনের গতি পাল্টে দিয়েছে।
এই সিনেমার নায়কও নবাগত— আহান পান্ডে। বলা বাহুল্য, ‘সাইয়ারা’র সাফল্যেই একেবারে লাইমলাইটে তারা দুজনেই। আহান পান্ডে বলিউডে আগে থেকে খানিকটা পরিচিত থাকলেও অনিত ছিলেন একদমই অপরিচিত। তাই এখন ভক্তরা তার সম্পর্কে নতুন নতুন... বিস্তারিত