চুক্তির অর্থ না পাওয়ায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেন ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌন। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবল সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ফুটবলে কোনো কোচ বা খেলোয়াড় চুক্তির পাওনা অর্থ না পেলে তিনি ফিফার কাছে অভিযোগ করতে পারেন। তখন প্রক্রিয়াটা সাধারণত পাঁচটি ধাপে সম্পন্ন করে ফিফা।
শুরুতে সংশ্লিষ্ট... বিস্তারিত