বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে দুই বিদেশি নাগরিককে মারধর

4 hours ago 9

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় মারধরের শিকার হয়েছেন বিদেশি দুই নাগরিকসহ তিনজন। 'শয়তানের নিশ্বাসে' টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের মারধর করেন স্থানীয়রা।

জানা যায়, মব তৈরি করে মারধরের পর ওই দুই বিদেশির কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার রাতে ভাটারা থানার পরিদর্শক মো. সুজন হক জানান, রাজধানীর ভাটারায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। এসময় তাদের সঙ্গে থাকা এক বাংলাদেশিকেও মারধর করা হয়েছে।

তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন।

স্থানীয়দের সন্দেহ হয়, কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না। এসময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহ করে চিৎকার শুরু করেন।

এমন পরিস্থিতিতে ভয়ে ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে মারধর শুরু করেন।

আহত দুজন ইরানের নাগরিক জানিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হলো তা এখনো স্পষ্ট নয়।

ওসি বলেন, ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট এ কারের। সব কিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

টিটি/এমএইচআর

Read Entire Article