বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে ধরা খেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধিতাকারী এক ছাত্রলীগ কর্মী। পরে তাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ কর্মীর নাম নেছার খাঁন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।
গ্রিন ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে নেছার খাঁনকে বহিষ্কার করা হয়। তিনি ছাত্রলীগ কর্মী ছিলেন। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাধারণ ছাত্রদের বিরোধিতা করে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল।
বৃহস্পতিবার দুপুরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এসময় অন্যান্য শিক্ষার্থীরা নেছারকে চিনতে পেরে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে নেছারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীকে বার বার ফোন করে ও এসএমএস দিয়েও তাকে পাওয়া যায়নি।