বহু চেষ্টায়ও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখতে ব্যর্থ ভারত

2 hours ago 4

যা যা করা যায়, সবই করেছে ভারত। তবুও জাসপ্রিত বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখতে পারেনি ম্যান ইন ব্লুজরা। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বুমরাহ। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই দুঃসংবাদ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন হার্ষিত রানা।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে সিডনিতে শেষ টেস্টে চোটে পড়েন বুমরাহ। ওই সফরে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজও মিস করেন ডানহাতি অভিজ্ঞ এই পেসার।

বুমরাহর ছিটকে যাওয়ার পর স্কোয়াডে আরও চমক এনেছে বিসিসিআই। মিনিবিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে যুক্ত করা হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করায় ডানহাতি স্পিনারকে দলে নেওয়া হয়।

ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন বরুণ। পরবর্তীতে ওয়ানডে স্কোয়াডেও ডাক পান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় বরুণের। এই ম্যাচে ৫৪ রানে ১ উইকেট শিকার করেন তিনি।

বুমরাহর বদলি হার্ষিত রানা আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক নতুন মুখ। গেল নভেম্বরে বোর্ডার-গাভাস্কার সিরিজে অভিষেক হয় তার। এখন পর্যন্ত দুটি টেস্ট, দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেকে তিনটি করে উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হার্ষিত।

এদিকে যশস্বী জয়সওয়াল এখন মোহাম্মদ সিরাজ ও শিবম দুবের সঙ্গে নন-ট্রাভেলিং বিকল্প হিসেবে আছেন। প্রয়োজনে তারা দুবাইতে (ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে) দলের সঙ্গে যোগ দেবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, অর্শদিপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

এমএইচ/এমএস

Read Entire Article