বাঁধ নির্মাণে অনিয়ম, সাবেক ইউএনওসহ ১৬ জনে নামে মামলার আবেদন

3 hours ago 5

সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে শাল্লার সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন এক কৃষক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে কৃষক পতাকি রঞ্জন দাম বাদী হয়ে মামলার আবেদন করেন।

এজাহার থেকে জানা যায়, আসামীরা শাল্লা উপজেলার ১০টি পিআইসির সভাপতি ও সদস্যসচিব কাবিটা নীতিমালা স্থানীয় জনগণকে স্কিম বাস্তবায়নের সঙ্গে জড়িত করার লক্ষ্যে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) এর মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। নীতিমালায় আরও উল্লেখ আছে হাওর এলাকায় বাঁধের নিকটবর্তী জমির মালিক ও উপকারভোগীদের সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে প্রকল্প কাজ বাস্তবায়ন করতে হবে। উপজেলা কমিটির সভাপতি ও সদস্যসচিব আবশ্যিকভাবে ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন করবেন। গঠিত পিআইসি গুলো ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করে আবশ্যিকভাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সমাপ্ত করতে হবে।

কিন্তু উল্লেখিত অনেক পিআইসির সভাপতি ও সদস্যসচিব সংশ্লিষ্ট বাঁধের পাশের জমির মালিক নয় এমনকি উপকারভোগীও নয়। নীতিমালায় থাকা স্বত্বেও সংশ্লিষ্ট উল্লেখিত সব বাধের নিকটবর্তী জমির মালিকদেরকে অজ্ঞাত কারণে কোনো কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় নাই। উপজেলা কমিটির অন্যান্য সদস্যদের মতামত না নিয়ে সব আসামীগণ একে অপরের যোগসাজশে নীতিমালা বহির্ভূত ভাবে বেআইনিভাবে পিআইসি গুলো অনুমোদন দেওয়া হয়েছে।

মামলার বাদী পতাতি রঞ্জন দাস বলেন, হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির কারণে প্রতি বছর কৃষকের একমাত্র বোরো ধান পানিতে তলিয়ে যায়। তারপরও প্রশাসন ও পিআইসির লোকজন নীতিমালা বহির্ভূত কাজ করে বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কাজ করে। এমনকি নির্ধারিত সময়ের মধ্যেও বাঁধ নির্মাণ কাজ শেষ না করতে পারায় ফসল ঝুঁকিতে থাতে তাই এসব দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

আদালত পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগে শাল্লার সাবেক উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

Read Entire Article