বাঁশঝাড়ে মিলল শিশু সিনথিয়ার মরদেহ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুদিন পর বাঁশঝাড় থেকে সাত বছরের শিশু সিনথিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাইল বাজারের পশ্চিম পাশের একটি বাঁশ ঝাড়ে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। নিহত সিনথীয়া মিষ্টি (৭) উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের মো. লিটন শেখে মেয়ে।  নিহতের পরিবার জানায়, গত রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার তাকে মৃত অবস্থায় বাঁশ বাগানে পাওয়া গেছে। কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। মৃত্যুর কারণও পাওয়া যায়নি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে।  

বাঁশঝাড়ে মিলল শিশু সিনথিয়ার মরদেহ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুদিন পর বাঁশঝাড় থেকে সাত বছরের শিশু সিনথিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাইল বাজারের পশ্চিম পাশের একটি বাঁশ ঝাড়ে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। নিহত সিনথীয়া মিষ্টি (৭) উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের মো. লিটন শেখে মেয়ে।  নিহতের পরিবার জানায়, গত রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার তাকে মৃত অবস্থায় বাঁশ বাগানে পাওয়া গেছে। কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। মৃত্যুর কারণও পাওয়া যায়নি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow