বাঁশির বদলে গান শুনিয়ে বাড়ি থেকে ময়লা সংগ্রহের উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা। স্থানীয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য ব্যবহৃত ব্যাটারিচালিত ছোট গাড়িগুলোতে সাউন্ড বক্স বসানো হবে। সেই বক্সে চলবে গান, সঙ্গে থাকবে শহর পরিষ্কার রাখার বার্তা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বুধবারের (২৯ অক্টোবর) প্রতিবেদনে বলা হয়, শহরজুড়ে চলা বর্জ্য সংগ্রহের ব্যবস্থায় নতুনত্ব আনতেই এই উদ্যোগ। পৌরসভা কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে বাঁশির একঘেয়ে শব্দে নাগরিকদের বিরক্তি বাড়ছিল। তাই এ বার সুরেলা উপায়ে সকাল শুরু করতে চায় তারা। গান বাজানোর পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বার্তা প্রচার করা হবে। আপাতত পরীক্ষামূলকভাবে কয়েকটি গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে এই প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।
তারা আরও জানিয়েছে, সব গাড়িতে নয়, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে গান বাজানো গাড়ি চালানো হবে। গাড়িটি প্রতি দিন বা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পাড়ায় পাড়ায় ঘুরে বর্জ্য সংগ্রহ করবে। বাকি গাড়িগুলোতেও ভবিষ্যতে পেনড্রাইভের মাধ্যমে গান চালানোর ব্যবস্থা করা হতে পারে।
কর্মকর্তারা জানান, প্রাথমিক পর্যায়ে যেসব ওয়ার্ডে ময়লা সংগ্রহ তুলনামূলক কম হয়, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে এই ব্যবস্থা চালু করা হবে। আশা করা হচ্ছে, গানের মাধ্যমে নাগরিকদের উৎসাহিত করা যাবে, যাতে তারা প্রতি দিন পৌরসভার গাড়িতে ময়লা জমা দেন।

2 days ago
14









English (US) ·