বাংলাদেশ ইস্যুতে ইসকন নেতার পিটিশন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

3 hours ago 1

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নিপীড়ন হচ্ছে দাবি করে তা বন্ধে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন এক ইসকন নেতা। ভারত সরকারকে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা তার আবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান ও লুধিয়ানার ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির চেয়ারম্যান রাজেশ ধান্ডা পিটিশনটি করেন।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছেন এবং বলেছেন, আদালত কীভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে। বেঞ্চ আরও মন্তব্য করেছে, আদালতের পক্ষে এ ধরনের বিষয়ে হস্তক্ষেপ করা অত্যন্ত অদ্ভুত হবে।

প্রধান বিচারপতি  মন্তব্য করেন, ‘এটা আমাদের জন্য মোটেও নয়। আপনার কি মনে হয় সরকার এটা সম্পর্কে অবগত নয়? এই আদালত কীভাবে এ বিষয়ে মন্তব্য করতে পারে?’

আবেদনে ভারতের নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এর অধীনে ‘কাট-অফ ডেট’ বাড়ানোরও দাবি করা হয়েছে, যাতে সাম্প্রতিক শত্রুতার কারণে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আরও অনুরোধ করা হয়েছে, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে হিন্দু সংখ্যালঘুদের সাহায্য ও সহায়তা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হোক।

Read Entire Article