বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নরমে-গরমে নিজের বক্তব্য রাখলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।
মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।
এরপরেই গণমাধ্যমের কথা উল্লেখ করে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী বলেন, যা সব সর্তক বার্তা শুনছি, টিভিতে দেখছি, তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে। আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না।ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া।
তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।
ডিডি/এমএসএম