বাংলাদেশ কমার্স ব্যাংকের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

1 month ago 23

বাংলাদেশ কমার্স ব্যাংক লি.-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল শাখা/উপশাখার সমন্বয়ে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালের দিকে এ বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং বিশেষ অতিথি পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান, এফসিএ।

ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া আমানত সংগ্রহের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৪ সালের কাঙ্ক্ষিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

এতে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাতভিত্তিক (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানি/রপ্তানি, রেমিট্যান্স) অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারাপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল করিম এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Read Entire Article