বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

3 weeks ago 22

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ ক্লাবের ইজিএম মিটিং এর মধ্য দিয়ে উত্তরা ১৬নং সেক্টরের দিয়াবাড়িতে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদ। বিশেষ এই আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বাংলাদেশ ক্লাব বর্তমানে উত্তরা ৪নং সেক্টরে অবস্থিত। নতুন ভবন নির্মাণের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আরও বিস্তৃত ও আধুনিকায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Read Entire Article