বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ

1 month ago 12

দেশের সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ ঘটেছে। সে লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের ইমাম-খতিবকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 

শনিবার (০৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। 

সংগঠনের সভাপতি মুফতী হামিদুল ইসলাম নাফিসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতী মনির হোসেন রাহমানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী। 

মুখ্য আলোচক হিসেবে গবেষক মাওলানা মুসা আল হাফিজ বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খতীবগণকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সামাজিকভাবে মানুষের নৈতিক মানোন্নয়ন ও ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটা স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কাজে লাগানো সকলের দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের আগামী দিনগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাইয়ুম সুবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটি মহাসচিব মুফতী ইমাদ উদ্দীন, হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছোট পীর শর্ষীনা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, সাইদ আহমদ, সামিউল ইসলাম, ইমরানুল বারী সিরাজী, আবদুল্লাহ আল মাসউদ খান, আখতারুজ্জামান, যুবায়ের রশিদ, হাকিম আজহারুল ইসলাম নোমানী, খায়রুল ইসলাম আজাদী, শরীফুল হক আব্বাসী, আলাউদ্দিন, আবুল কালাম আজাদ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাওলানা হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি ও মাওলানা মনির হোসেন রাহমানী কে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Read Entire Article