বাংলাদেশ থিয়েটারের বর্ষপূর্তিতে উৎসব
আনন্দ, আড্ডা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বাংলাদেশ থিয়েটারের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠানমালা। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রবেশ পথে নানা রঙের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিন দিনের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সী আবু হারুন টিটো, তপন হাফিজ, মফিজুর রহমান লাল্টু, মতিউর রহমান রানা, কবি শিরিন বেগম, কবি লিলি হক, জিয়াউদ্দিন আহমেদ, জহিরুল হক, মো. মোশাররফ হোসেন, মাহবুব আলম, খন্দকার আনোয়ার, শওকত হাসান, সুমি চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা। উদ্বোধন পর্ব শেষে জাতীয়