বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন, কী বললেন মুখপাত্র
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে।
স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন।
সাংবাদিকের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনের কিছুদিন আগে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন ট্রাম্পের নতুন প্রশাসন গঠনের পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কীভাবে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি মূল্যায়ন করছেন এবং কী পদক্ষেপ নিচ্ছেন?
এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস সঠিকভাবে সরাসরি কোনো উত্তর না দিয়ে, প্রশ্নটিকে কূটনৈতিক আলোচনার বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আচ্ছা আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য সম্পর্কে কথা বলছেন। অন্য দেশে কী ঘটছে তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার প্রশাসন কীভাবে প্রতিক্রিয়া জানায়, সে ব্যাপারে কিছু বলতে হবে…
এরপর, যখন সাংবাদিক বিষয়টি বাংলাদেশ সম্পর্কিত বলে পুনরায় উল্লেখ করেন, ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এই বিষয়টিতে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতি অনুসরণ করবেন। তবে, কূটনৈতিক আলোচনার সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কথোপকথন এবং তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত কী হতে পারে, সেটা অনুমান করে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি মনে করি, আপনি চান না যে আমি এখানে কোনো পূর্বানুমান করে বলি।
এ সময় সাংবাদিক আবারও তার প্রশ্নটি পুনরায় জিজ্ঞাসা করতে চান, তবে ট্যামি ব্রুস তাকে তা করতে নিরুৎসাহিত করে বলেন, আমি যা বলতে পারি না তা হলো—সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো মন্তব্য করা কিংবা কোনো নির্দিষ্ট দেশে কী ঘটছে সে বিষয়ে ব্যক্তিগত মনোভাব প্রকাশ করা। এসব বিষয় কূটনৈতিক আলোচনার অন্তর্ভুক্ত এবং আমি এসব নিয়ে কোনো মন্তব্য করতে পারব না।
এভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস একাধিকবার কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে এ বিষয়টির সরাসরি কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান। তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয় যে, তিনি এমন কোনো পরিস্থিতি সম্পর্কে অনুমান করে মন্তব্য করতে প্রস্তুত নন, যা দেশের বাইরে চলমান কূটনৈতিক আলোচনার অংশ হতে পারে।