বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

3 weeks ago 18

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (৩০ ‍আগস্ট) সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগস্টের শেষ দিকে সিলেটে বৃষ্টি খুবই স্বাভাবিক ব্যাপার। বৃষ্টির কারণে অনুশীলন পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ দল। এমন অবস্থায় বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, সেই প্রশ্নও উঠছে। 

বাংলাদেশের প্রেক্ষাপটে বছরের এই সময়ে বৃষ্টির চোখরাঙানি থাকে অনেক। বৈরী আবহাওয়ার কারণে সাধারণত এ সময় বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকে না। শেষ আট বছরে এই সময়ে কেবল ৩টি সিরিজ আয়োজন করা হয়েছে। তবে এশিয়া কাপ সামনে থাকায় সেরা প্রস্তুতির লক্ষ্যে ডাচদের বিপক্ষে এই সিরিজ আয়োজন করে বিসিবি। টি-টোয়েন্টির জন্য উপযুক্ত পিচ প্রয়োজন হলে ভরসা রাখা হয় সিলেটের ওপরই। সে কারণে এই সময়ে সিলেটে সিরিজ আয়োজন করছে বাংলাদেশ। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও ময়মনসিংহে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

একু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৬ শতাংশ। আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা ৯৯ শতাংশ। ২২ শতাংশ সম্ভাবনা রয়েছে বজ্রপাতের। সব মিলিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই অনেক বেশি।

Read Entire Article