বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস আটকে রাওয়ালপিন্ডির বৃষ্টিতে
বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচের টস হতে দেরি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই থেকে ছিটকে পড়লেও জয় দিয়ে আসর শেষ করতে মরিয়া দুই দল। তবে মাঠে গুমোট আবহাওয়া, আর টসের সময় হয়ে গেলেও থামেনি বৃষ্টি। ফলে দুই দলের অধিনায়করা এখনও কয়েন ছোঁড়ার সুযোগ পাননি।
পাকিস্তানের জন্য ম্যাচটি ঘরের মাঠে সম্মানের লড়াই। টুর্নামেন্টে টিকে না থাকলেও জয় দিয়ে আসর শেষ করতে মরিয়া মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে, বাংলাদেশও চাইবে জয় দিয়ে এ আসর শেষ করতে।
রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। তবে বৃষ্টির কারণে এখনো অনিশ্চিত টসের সময়, যার প্রভাব পড়তে পারে ম্যাচের দৈর্ঘ্যেও।
প্রসঙ্গত, স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ে। বাংলাদেশও ঠিক একই প্রতিপক্ষের কাছে হেরে কোন পাওয়া ছাড়াই আসর ত্যাগ করছে।
এখন দেখার বিষয়, বৃষ্টি কতক্ষণে থামে এবং ম্যাচ কত ওভারে নেমে আসে। মাঠ ও আবহাওয়া পরিস্থিতি আপডেটের জন্য চোখ রাখতে হবে আয়োজকদের দিকে।