বাংলাদেশ বাদ পড়ায় কপাল খুলল যে দলের
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টাইগারদের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন খবর জানিয়েছে ক্রিকবাজ।
এর ফলে তিন সপ্তাহেরও বেশি সময়ের চরম নাটকীয়তা শেষে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশকে বাদ দেওয়ার পর স্কটল্যান্ডকে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি-তে রাখা হয়েছে। যেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির মতো দলের মুখোমুখি হবে।
বিশ্বকাপে জায়গা না পাওয়াদের মধ্যে স্কটিশদের অবস্থান র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে। ১৮২ রেটিং ও ৪১৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৪ নম্বরে অবস্থান করছে দলটি। অবশ্য তারা বিশ্বকাপের বাছাইপর্বের বাধা উতরাতে পারেনি। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল।
এতদিন বিশ্বকাপে খেলার প্রসঙ্গ নিয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু বলা হয়নি। অবশেষে নীরবতা ভেঙেছে তারা। পিটিআইকে বোর্ডটির যোগাযোগ বিভাগের প্রধান চার্লজ প
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টাইগারদের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন খবর জানিয়েছে ক্রিকবাজ।
এর ফলে তিন সপ্তাহেরও বেশি সময়ের চরম নাটকীয়তা শেষে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশকে বাদ দেওয়ার পর স্কটল্যান্ডকে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি-তে রাখা হয়েছে। যেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির মতো দলের মুখোমুখি হবে।
বিশ্বকাপে জায়গা না পাওয়াদের মধ্যে স্কটিশদের অবস্থান র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে। ১৮২ রেটিং ও ৪১৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৪ নম্বরে অবস্থান করছে দলটি। অবশ্য তারা বিশ্বকাপের বাছাইপর্বের বাধা উতরাতে পারেনি। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল।
এতদিন বিশ্বকাপে খেলার প্রসঙ্গ নিয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু বলা হয়নি। অবশেষে নীরবতা ভেঙেছে তারা। পিটিআইকে বোর্ডটির যোগাযোগ বিভাগের প্রধান চার্লজ প্যাটারসন বলেছেন, ‘প্রক্রিয়াধীন একটি বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। পরিস্থিতিতে পরিবর্তন এলে আমাদের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক মিডিয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এরই মধ্যে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে স্কটল্যান্ড জাতীয় দল। এর আগে আইসিসির সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় ছিল তারা। চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই স্কোয়াড ঘোষণা করবে স্কটল্যান্ড।
জানিয়ে রাখা ভালো, বাংলাদেশ এবং আইসিসির মধ্যে বিরোধ প্রায় তিন সপ্তাহ ধরে চলছে। ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার এবং তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য জোর দিয়েছিল বাংলাদেশ। কিন্তু, আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয়- ম্যাচগুলো ভারতেই হবে।
শেষ পর্যন্ত আইসিসি বোর্ড ১৪-২ ভোটে বাংলাদেশের দাবি খারিজ করে দেয়। বাংলাদেশকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। যদিও, বাংলাদেশ জানিয়ে দেয় তারা ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না। তার দুই দিন পর আজই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকবাজ।