বাংলাদেশ বিজ্ঞান একাডেমির নতুন ফেলো বাকৃবি উপাচার্য

3 months ago 24

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) নতুন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৪ জুন) বিএএস কাউন্সিলের ১০ম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে বিজ্ঞান একাডেমির ফেলো হিসেবে নির্বাচিত করা হয়।

অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। উচ্চমাত্রার সূচকের জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার রিসার্চ আর্টিকেলে মোট সংখ্যা ১৫ টিরও বেশি। এছাড়াও তিনি দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি জাতীয় ফোরাম যা সরকার কর্তৃক পরিচালিত হয়।

আসিফ ইকবাল/এনআইবি/জেআইএম

Read Entire Article