বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ আয়োজন ডিজিটাল সামিটের ১১তম সংস্করণ। আয়োজনটির পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ।
ডিজিটাল রেনেসাঁ: ইনোভেটিং ফর টুমরো’স কনজিউমার - এই প্রতিপাদ্যকে ধারণ করে এই বছরের সামিটে দুটি কিনোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন এবং দুটি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে আলোচক... বিস্তারিত