বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে: সালমান এফ রহমান

4 months ago 34

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। দুদেশের সরকারপ্রধানের মধ্যকার বৈঠকের পর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। সেইসঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে।

শনিবার (২২ জুন) সকালে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন সালমান এফ রহমানের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।

সাক্ষাৎকারে সালমান এফ রহমান বলেন, ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, আইটি এবং কৃষিখাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ব্যবসায়ীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং সম্পৃক্ততা বাড়াতে চান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিক সমর্থন রয়েছে।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদীও সবসময় বলেছেন প্রতিবেশী আগে। এবারের সফরে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এসএম/এমএএইচ/এএসএম

Read Entire Article