বাংলাদেশ মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী

6 hours ago 9
বাংলাদেশ মালদ্বীপের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ বলে মন্তব্য করেছেন মালদ্বীপের নগর, স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর। বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে তিনি দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার (২৪ অক্টোবর) মালদ্বীপের স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমরের সঙ্গে হাইকমিশনের সৌজন্যে সাক্ষাতে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ, জনখাত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ জানান এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মানবসম্পদ ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন। উভয়পক্ষ ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত দেন, যাতে টেকসই অংশীদারত্ব গড়ে ওঠে।
Read Entire Article