বাংলাদেশ ম্যাচের কাণ্ডে রশিদ খানকে তিরস্কার আইসিসির

3 months ago 37

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙার অপরাধে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে তিরস্কার করেছে আইসিসি। সংস্থাটি বলেছে, রশিদ খান খেলার বিধিনিষেধ সংক্রান্ত ২.৯ ধারা ভঙ্গ করেছেন।

২.৯ ধারায় বলা হয়েছে, কোনো ক্রিকেটার মাঠের মধ্যে খেলার কোনো সরঞ্জাম এমনভাবে ছুড়ে ফেলতে পারবেন না, যাতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে অথবা ওই ক্রিকেটারের উগ্র আচরণ প্রকাশ পায়।

বাংলাদেশের বিপক্ষে সুপার এইটে এ-গ্রুপের শেষ ম্যাচে নিজের ইনিংসের শেষ ওভারে ব্যাট ছুড়ে মারেন রশিদ।

টাইগার পেসার তানজিম সাকিবের করা শেষ ওভারের তৃতীয় বলে দৌড়ে ১ রান নেন রশিদ। দ্বিতীয় রান নেওয়ার জন্য ক্রিজের মাঝখানে চলে গেলে স্ট্রাইকপ্রান্তে করিম জানাত তাকে ফিরে আসতে বলেন। এতেই সতীর্থের উপর মেজাজ হারিয়ে ফেলেন আফগান অধিনায়ক এবং নিজের ব্যাট ছুড়ে মারেন।

 
 
 
View this post on Instagram

A post shared by ICC (@icc)

এই ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ৮ রানে হারায় আফগানিস্তান। বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ড করে আফগানরা। এই ম্যাচ জয়ে প্রথমবারের মতো ব্শ্বিকাপের সেমিফাইনালে চলে গেছে তারা।

এমএইচ/

 

Read Entire Article