করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখার জন্য ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। বর্ষসেরা প্রধান নির্বাহী ক্যাটাগরিতে (এফএমসিজি) পদক পান তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে তৃতীয়বারের মতো বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪’ অনুষ্ঠিত হয়। এসময় আহসান খান চৌধুরী ছাড়াও আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বর্ষসেরা ব্যবস্থাপনা পরিচালক ক্যাটাগরিতে (বাৎসরিক ১০০০ কোটি টাকা রেভিনিউ) পুরস্কার নেন।
আরও পড়ুন
- আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করি: আহসান খান চৌধুরী
- ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১০ সাংবাদিক
- সেন্টমার্টিনের প্রাণ-প্রকৃতি রক্ষায় কাজ করবে প্রাণ-আরএফএল
এবার ২৪টি ক্যাটাগরিতে দেশের ২২ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩০০ ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।
এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান আহসান খান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি মাধ্যমে আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে প্রাণ-আরএফএল গ্রুপকে এগিয়ে নিতে আমাদের এক লাখ ৪৫ হাজারের পরিবার একসঙ্গে কাজ করবো।
এমএএইচ/এমএস