বাংলাদেশ সিরিজের মাঝেই সুখবর পেলেন স্যামি

3 weeks ago 17

বাংলাদেশের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়েই দারুণ সুখবর পেয়েছেন ড্যারেন স্যামি। সাদাবলের ক্রিকেটের সঙ্গে এবার টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল সোমবার ভিনসেন্টে এক সংবাদ সন্মেলনে এই ঘোঘণা দেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকুম্বে।

২০২৩ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের হেচ কোচ নির্বাচিত হয়েছিলেন স্যামি। ওই সময় লাল বলের দায়িত্ব দেওয়ার হয়েছিল আন্দ্রে কোলিকে। আগামী এপ্রিলে আন্দ্রে কোলির কাছ থেকে টেস্ট দলের দায়িত্বও বুঝে নেবেন স্যামি। ফলে ক্যারিবীয়দের তিন ফরম্যাটেই হেড কোচ হবেন ৪০ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী তারকা।

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের ক্রিকেটে দারুণ কিছু সাফল্য আছে স্যামির। তার অধীনে আরব আমিরাত, বাংলাদেশ ও ইংল্যান্ডকে দুইবার ওয়ানডে সিরিজ হারিয়েছে ক্যারিবীয়রা। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার আগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার (দুইবার) বিপক্ষে সিরিজ জিতেছে স্যামির দল।

অন্যদিকে টেস্টে কোলির অধীনে কোনো টেস্ট সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। হেরেছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ড্র করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৫ চক্রের ১১ ম্যাচে জিতেছে মাত্র ২টিতে। ৭ হারে অবস্থান করছে টেবিলের তলানীতে।

দুই কোচের মূল্যায়ন করেই নতুন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

এমএইচ/জিকেএস

Read Entire Article