বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মাঠে গড়াচ্ছে শুক্রবার

2 months ago 30

ঘরোয়া ফুটবলে নতুন প্রতিযোগিতা। নামেও আছে নতুনত্ব। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উদিত হয়েছে স্বাধীনতার দ্বিতীয় সূর্য, জন্ম হয়েছে বাংলাদেশ ২.০-এর।

সেই নামে এবার ঘরোয়া ফুটবলের নতুন প্রতিযোগিতা বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ২০২৪-২৫। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডানের লড়াই দিয়ে আগামী শুক্রবার মাঠে গড়াবে ঘরোয়া ফুটবল।

ইউরোপের বিভিন্ন দেশে মৌসুম শুরু হয় শীর্ষ দুই দলের এমন প্রতিযোগিতা দিয়ে। একেক দেশে একেক নামের এই প্রতিযোগিতা হয় এক ম্যাচের। বাংলাদেশও শুরু করলো এই প্রতিযোগিতা। শুক্রবার বিকেল ৫টায় ম্যাচটি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়।

আগের আসরের লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলের লড়াই দিয়ে প্রতি মৌসুম শুরু হবে- এমন সিদ্ধান্তও নেওয়া আছে বাফুফের। সর্বশেষ আসরের তিনিটি ট্রফিই জিতেছে বসুন্ধরা কিংস। তাই ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডান তাদের সঙ্গে খেলবে এই ম্যাচটি। দুই চ্যাম্পিয়নের লড়াইটি হবে লিগ চ্যাম্পিয়নের ভেন্যুতে। তাই প্রথম আসরের আয়োজক বসুন্ধরা কিংস।

শুক্রবার এই ম্যাচ হওয়ার এক সপ্তাহ পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যদার এই প্রতিযোগিতা। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। এবার শীর্ষ লীগে অংশ নেবে ১০ ক্লাব।

বুধবার বিকেলে বাফুফে ভবনে হবে ফেডারেশন কাপ ফুটবলের ড্র। একই অনুষ্ঠানে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের বিজয়ী দলগুলোকে পুরস্কার প্রদান করা হবে।

আরআই/আইএইচএস/

Read Entire Article