বাংলাদেশকে আইসিসির আল্টিমেটাম, কি করবে বিসিবি

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলবে কি না- এ বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা (আল্টিমেটাম) দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না জানালে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—বাংলাদেশ যদি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে গিয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়, তবে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। বোর্ড সভায় ভোটাভুটি, বাংলাদেশ বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তএই ইস্যুতে বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে ১২-২ ভোটে বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের পক্ষে ভোট দেয় কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাকি বোর্ড সদস্যরা বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন। এর ফলে বাংলাদেশকে আরও একদিন সময় দেওয়া হয়েছে—এই সময়ের মধ্যেই বিসিবিকে জানাতে হবে তারা ভারতে গিয়ে বিশ

বাংলাদেশকে আইসিসির আল্টিমেটাম, কি করবে বিসিবি

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলবে কি না- এ বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা (আল্টিমেটাম) দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না জানালে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—বাংলাদেশ যদি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে গিয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়, তবে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।

বোর্ড সভায় ভোটাভুটি, বাংলাদেশ বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত
এই ইস্যুতে বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে ১২-২ ভোটে বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের পক্ষে ভোট দেয় কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাকি বোর্ড সদস্যরা বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন।

এর ফলে বাংলাদেশকে আরও একদিন সময় দেওয়া হয়েছে—এই সময়ের মধ্যেই বিসিবিকে জানাতে হবে তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কি না।

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আইসিসি একতরফাভাবে বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করবে।

স্কটল্যান্ড হতে পারে বিকল্প দল
বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। যদিও স্কটল্যান্ড ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ হওয়ায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে আইসিসির ক্রমতালিকা ও বিকল্প দল নীতির আওতায় তারা সুযোগ পেতে পারে।

সরকারের নির্দেশনা মেনেই এগোচ্ছে বিসিবি
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই বিসিবি এ বিষয়ে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণ করে এগিয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিবির নীতি–নির্ধারকদের। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই আইসিসিকে জানাবে বিসিবি।

সরকারের অনড় অবস্থান
এর আগে একাধিকবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তারা কোনোভাবেই বাংলাদেশ দলকে ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাতে রাজি নন। তবে আইসিসির আল্টিমেটামের পর সেই অবস্থান থেকে সরকার সরে আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।

পেছনের প্রেক্ষাপট
চলতি মাসের ৩ জানুয়ারি ভারতের উগ্রপন্থিদের হুমকির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এর পরদিন ৪ জানুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতে না যাওয়ার অবস্থান জানায়।

এরপর গত দুই সপ্তাহ ধরে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা চিঠিপত্র আদান–প্রদান এবং বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবারের এই বোর্ড সভাই ছিল সেই আলোচনার চূড়ান্ত পর্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow