বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এ দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি হবে স্বনির্ভর। যে মানচিত্র আমরা পেয়েছি, সেই মানচিত্রের সম্মান রক্ষা করবো। সীমান্তে আর কাউকে ফেলানীর মতো কাঁটাতারে ঝুলে থাকতে হবে না। আমরা এই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো।  শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, আমি এসেছি জনতার হয়ে, জনতার জন্য লড়াই করতে। আমি সাধারণ মানুষের অধিকার আদায়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব, যতদিন মহান রব আমাকে বাঁচিয়ে রাখবেন। শত হুমকি-ধামকি, এমনকি আমাদের ওপর রেড অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও আমরা পথে-প্রান্তরে সাধারণ মানুষদের কাছে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হত্যার উদ্দেশ্যে ভারতের র-এর মাধ্যমে ট্র্যাকিং করা হচ্ছে। হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, আমার জীবনের হুমকি শ

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এ দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি হবে স্বনির্ভর। যে মানচিত্র আমরা পেয়েছি, সেই মানচিত্রের সম্মান রক্ষা করবো। সীমান্তে আর কাউকে ফেলানীর মতো কাঁটাতারে ঝুলে থাকতে হবে না। আমরা এই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো। 

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, আমি এসেছি জনতার হয়ে, জনতার জন্য লড়াই করতে। আমি সাধারণ মানুষের অধিকার আদায়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব, যতদিন মহান রব আমাকে বাঁচিয়ে রাখবেন। শত হুমকি-ধামকি, এমনকি আমাদের ওপর রেড অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও আমরা পথে-প্রান্তরে সাধারণ মানুষদের কাছে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হত্যার উদ্দেশ্যে ভারতের র-এর মাধ্যমে ট্র্যাকিং করা হচ্ছে।

হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, আমার জীবনের হুমকি শুধু বাইরের শক্তির কাছ থেকেই নয়, এই হাতিয়াতেও রয়েছে। আমি এখানে লড়াই করছি সন্ত্রাসী, ভূমিদস্যু, জালেম, চাঁদাবাজ ও ঘাট সিন্ডিকেটের বিরুদ্ধে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো জলদস্যু বা বনদস্যু থাকবে না। আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যাচার করা হয়েছে, কিন্তু আমরা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছি। মৃত্যুকে পরোয়া না করে এ দেশের মানুষের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। এ সংগ্রামে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।

এ সময় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শতশত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow