গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৫ রান করে জয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাল্টা ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার ১৮৭ রানের ইনিংসে সেই সম্ভাবনা উবে গেছে সফরকারীদের। শেষ পর্যন্ত গল টেস্ট হয়েছিল ড্র।
সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের দলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন নিশাঙ্কা। কলম্বোতে প্রথম ইনিংসে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই তারকা দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে যেন অসহায়ত্ব প্রকাশ করছে বাংলাদেশের বোলাররা। এই দেখেশুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন, পরক্ষণে মারার বল পেলেই বাউন্ডারি হাঁকাচ্ছেন নিশাঙ্কা।
এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৫৫ ওভারের খেলা শেষে ১ উইকেটে ২০৩ রান। নিশাঙ্কা ১০১ আর দিনেশ চান্দিমাল ৫৯ রানে অপরাজিত। বাংলাদেশ থেকে মাত্র ৪৪ রানে পিছিয়ে লঙ্কানরা।
বিস্তারিত আসছে...
এমএইচ/জেআইএম