বাংলাদেশি যুবককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

2 months ago 8
মালয়েশিয়ায় ৩৬ বছর বয়সী আব্দুল মোমিন নামে এক বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ মে) রাতে মোমিনের খোঁজে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানা গেছে, বাংলাদেশি এ যুবকের বিরুদ্ধে মালয়েশিয়ার পাসপোর্ট আইন ১৯৬৬ এর ধারা ১২(১)(এফ) এর ধারার অধীনে নিজের ছাড়া অন্য কারও পাসপোর্ট বা ভ্রমণ নথি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছে।  এ ছাড়া সেলাঙ্গারের সেমনির অনিবন্ধিত অভিবাসীদের জন্য বিশেষ দায়রা আদালতে বিচারের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে অভিবাসন বিভাগ।  মালয়েশিয়ায় তার সর্বশেষ ঠিকানা ছিল রেস্টুরেন্ট জাফরান, নং ৮, লরোং রাজা উদা-১,কাম্পোং বারু, কুয়ালালামপুর, মালয়েশিয়া।  বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব জনসাধারণের কাছে বাংলাদেশি এ যুবকের তথ্য রয়েছে, তাদের অফিস চলাকালীন সময় তদন্তকারী কর্মকর্তা, অভিবাসন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ফাখরুল দিনি দারোজির সঙ্গে অফিসের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে (০৩-৮৮৮০১৩৩৮)।
Read Entire Article