বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে শহিদুল ইসলাম শহিদ (৩০) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের ভেতরের অংশে এ ঘটনা ঘটে। শহিদুল জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয়ভাবে তিনি চোরাকারবারি কর্মকাণ্ড, বিশেষ করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে সীমান্ত অতিক্রম করেন। ফেরার পথে বিএসএফ টহল সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। বিএসএফ শহিদুলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে। তবে মৃত্যুর বিষয়টি তারা আনুষ্ঠান

বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে শহিদুল ইসলাম শহিদ (৩০) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের ভেতরের অংশে এ ঘটনা ঘটে। শহিদুল জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয়ভাবে তিনি চোরাকারবারি কর্মকাণ্ড, বিশেষ করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে সীমান্ত অতিক্রম করেন। ফেরার পথে বিএসএফ টহল সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। বিএসএফ শহিদুলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে। তবে মৃত্যুর বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেনি।  তিনি আরও বলেন, শহীদুলকে মাদকসহ সীমান্ত অতিক্রম করতে দেখে বিএসএফ গুলি চালিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow