বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

1 month ago 14

বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে।

কলকাতার বেগ বাগানে কলকাতাস্থ বাংলাদেশের উপ-দূতাবাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও গণসংগঠনগুলো চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়েছে।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরই মধ্যে বাংলাদেশিদের চিকিৎসেবা না দেওয়ার অনুরোধ করেছেন। এই পরিস্থিতিতে এবার কলকাতার একটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে।

কলকাতার মানসিকতলার জে এন রায় হাসপাতালে ঘোষণা দিয়েছে কোনো বাংলাদেশি রোগীদের তাদের হাসপাতালে ভর্তি অথবা কোনো রকম চিকিৎসাসেবা দেবো না।

জে এন রায় হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত জানিয়েছেন, জে এন রায় হাসপাতালের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিয়ে আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। শুক্রবার (২৯ নভেম্বর) থেকে কোনো বাংলাদেশি রোগীদের ভর্তি অথবা মেডিকেল সেবা দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে আমাদের দেশের লাখ লাখ সৈনিকের রক্ত ঝড়ে ছিল। আজ সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। জাতীয় পতাকাকে পায়ের তলায় পদলিত করা হচ্ছে। অতএব তাদের সঙ্গে আমাদের এই ভাব-ভালোবাসা দেখানোর কোনো কারণ নেই।

এছাড়া কলকাতার সব বেসরকারি হাসপাতালে শুভ্রাংশ ভক্ত অনুরোধ জানিয়ে বলেন, চিকিৎসা সেবায় যারা রয়েছেন তাদের সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ সবার ঊর্ধ্বে আমাদের এই দেশ। এই দেশে বসেই আমরা হাসপাতাল চালাচ্ছি, এই পরিসেবা মানবজাতির জন্য। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই কাম্য নয়, সেটা অমানবিক।

শুভ্রাংশ ভক্ত আরও বলেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের পরিসেবা দেওয়ার কোনো দরকার নেই।

ডিডি/এমএসএম

Read Entire Article