বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের জন্য থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।  শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করা সম্ভব হবে। বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিতভাবে থাইল্যান্ডে কর্মী পাঠানোর আশ্বাস দেন। তিনি বাংলাদেশের শ্রম অভিবাসন ব্যবস্থা ও প্রক্রিয়া সরেজমিনে দেখার জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য এমওইউ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব দেন এবং দেশটির চলমান শ্রমিক ঘাটতি সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশের রাষ্ট্রদূত থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এখন পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে থাই মন্ত্রীকে অ

বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের জন্য থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিতভাবে থাইল্যান্ডে কর্মী পাঠানোর আশ্বাস দেন। তিনি বাংলাদেশের শ্রম অভিবাসন ব্যবস্থা ও প্রক্রিয়া সরেজমিনে দেখার জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য এমওইউ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব দেন এবং দেশটির চলমান শ্রমিক ঘাটতি সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এখন পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে থাই মন্ত্রীকে অবহিত করেন। তিনি থাইল্যান্ডের ক্ষেত্রেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলোর সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow