বাংলাদেশিদের নিয়ে এবার যে তালিকা প্রকাশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। এতে দেখানো হয়, বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন। ওই তালিকায় দেখা যায়, ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে আসছেন এবং সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। এই কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক অভিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে অবস্থান করছেন, তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ড বাতিলেরও সম্ভাবনা রয়েছে। এদিকে, ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক

বাংলাদেশিদের নিয়ে এবার যে তালিকা প্রকাশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে।

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। এতে দেখানো হয়, বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন। ওই তালিকায় দেখা যায়, ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে আসছেন এবং সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। এই কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক অভিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে অবস্থান করছেন, তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ড বাতিলেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে, ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার এবং সামাজিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow