বাংলাদেশে গুডউইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
রাজধানীর এসিআই সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসিআই রিনিউএবল এনার্জির উদ্যোগে বাংলাদেশে গুডউইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি খাতে সূচিত হলো এক নতুন অধ্যায়, যা উন্নত সোলার ও এনার্জি স্টোরেজ প্রযুক্তির মাধ্যমে দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন রূপ দেবে।
গত ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে মি. সব্র্রত রঞ্জন দাস, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই রিনিউএবল এনার্জি; ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, চিফ বিজনেস অফিসার; মি. আসিফ ফয়সাল রুমি, ডেপুটি বিজনেস ডিরেক্টর এবং মি. তানভির আহমেদ তানিম, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, এসি আই রিনিউএবল এনার্জি উপস্থিত ছিলেন।
গুডউই টেকনোলজিস কোং লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মি. জেমস হোউ, হেড অব সেলস (এশিয়া প্যাসিফিক রিজিয়ন); মি. জিং লিউ, প্রোডাক্ট ম্যানেজার (ঈ্ও এনার্জি স্টোরেজ); মি. ব্র্যাড, সিনিয়র সলিউশন ম্যানেজার এবং মি. মাহির সাহরিয়ার, কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নবায়নযোগ্য শক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
গুডউই টেকনোলজিস কোং লিমিটেড বিশ্বজুড়ে সুপরিচিত একটি সোলার ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সলিউশন ব্র্যান্ড, যা ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। উদ্ভাবনী প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার জন্য প্রতিষ্ঠানটি একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
এসিআই রিনিউএবল এনার্জির সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে গুডউই বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি খাতকে আরও টেকসই, দক্ষ ও পরিবেশবান্ধব করে তুলতে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গুডউইয়ের আধুনিক প্রযুক্তি বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় নতুন গতি সঞ্চার করবে।’

8 hours ago
4









English (US) ·