বাংলাদেশে জনপ্রিয়তায় সর্বোচ্চ শিখরে তারেক রহমান : যুবদল সভাপতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বগুণে বাংলাদেশের মানুষের মাঝে জনপ্রিয়তায় সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন দলটির প্রধান অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভাস্থলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বলেছেন, জনগণকে পাশে নিয়ে জনগণের পাশে থেকে তাদের মন জয় করে রাজনীতি করতে হবে। ইতোমধ্যে বাংলাদেশে তারেক রহমান তার নেতৃত্বগুণে সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের মাঝে জনপ্রিয়তায় তিনি সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন।
তিনি বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পথ বেয়ে গত জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নেতৃত্বে কাজ করেছি। আমি বিএনপির প্রতিটি অঙ্গ-সংগঠনকে পাশে পেয়েছি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবদলের কেন্দ্রসহ জেলা এবং মহানগর ইউনিট পরিপূর্ণভাবে মাঠে ছিল।
যুবদলের এই সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিষ্কার বার্তা প্রতিনিয়ত সারা দেশের নেতাকর্মীদের কাছে যাচ্ছে। কোনো মানুষকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। কেউ কোনো প্রকার অন্যায় করলে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে- তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুরের একটি ঘটনায় আমরা এক ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জাহাঙ্গীরকে বহিষ্কার করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি, তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, সারা দেশের ডেভিল, যারা দলের নাম ভাঙিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। এটা আমাদের নেতা তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মেনেই আমরা করছি।
এক প্রশ্নের জবাবে মোনায়েম মুন্না বলেন, বিএনপি প্রতিনিয়তই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে এই পর্যায়ে এসেছে। বিএনপি একটি ভাল অবস্থানেই আছে। তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিএনপি এখন অনেক সুসংগঠিত এবং সাংগঠনিকভাবে শক্তিশালী।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। সেজন্য আমরা অত্যন্ত সিরিয়াস। জনগণ ইতোমধ্যে বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অত্যন্ত দক্ষ হাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই জনগণ অতীতের মতো আগামী নির্বাচনেও বিএনপির ওপর আস্থা রাখবে।