বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধ চেয়ে রিট

2 months ago 7
বাংলাদেশে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান। রিট আবেদনে বলা হয়েছে, চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এ কারণে চ্যানেলটির সম্প্রচার অবিলম্বে বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে একটি রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে এই ভারতীয় টিভি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিপাবলিক বাংলা একটি ভারতীয় বাংলা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল, যা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন। চ্যানেলটি প্রায়ই অযাচাইকৃত এবং ভিত্তিহীন খবর প্রচার করে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এ ছাড়া তাদের রাজনৈতিক প্রতিবেদনগুলো প্রায়ই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব দেখায় এবং ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করে। অনেক সময়, তারা ঘটনার বিবরণকে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে বা আংশিক তথ্য উপস্থাপন করে, যা সত্য থেকে অনেক দূরে। রিপাবলিক বাংলা মাঝে মধ্যে ঘৃণা ছড়ানো এবং উসকানিমূলক বক্তব্য প্রচার করে বলেও অভিযোগ রয়েছে।  
Read Entire Article